
ভালবাসার এসএমএস, ভালবাসার Sms, ভালোবাসার Sms, ভালোবাসার এসএমএস
1) তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ
পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ
ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
Length: 332 - 28th Aug 18 at 8:26pm
2) তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে
তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়??
তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়.....
#☺☺☺
Length: 255 - 26th Jun 18 at 11:52am
3) চোখের যত কথা ছিল,
কেড়েছে শুন্য দৃষ্টি?
খুব আদরের শহর ভিজা'ক,
বেহিসেবী বৃষ্টি?
Length: 205 - 13th Jun 18 at 7:30am
4) ভুলিনি ত আমি তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি??
আসো আবার ও কাছে হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে??
Length: 320 - 12th Jun 18 at 5:15pm
5) আমি জানিনা কেন জানিনা,
কোন সে মায়াতে পরছি বাধা....
আমি পারিনা আর তো পারিনা,
ভুলে থাকতে তোমায় একা......
আমি জানিনা বুঝিনা এটাই কি ভালবাসা ?
Length: 346 - 6th May 18 at 11:09pm
6) যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
Length: 484 - 3rd Apr 18 at 2:10pm
7) ভালবাসা মানে শুধুই তুমি
আর তোমাকে ঘিরে
চেনাজানা পাগলামি ☺
Length: 161 - 23rd Oct 17 at 4:07am
8) বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়,
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়,
Length: 239 - 19th Jun 17 at 10:27pm
9) #প্রিয়_বনলতা,
আজ রুদ্র কঠোর, বৃষ্টি নেই,
অলি-গলি তাই শূন্য।
তুমি আসলে হাঁটব দু-জন,
অলি-গলি হবে পূর্ণ!
Length: 261 - 29th May 17 at 11:30am
10) #প্রিয়_বনলতা,
এই গরমে যদি তুমি হয়ে যাও ক্লান্ত,
দিন শেষে হিমেল বাতাস করবে তোমায় শান্ত।
Length: 226 - 29th May 17 at 11:28am
11) #প্রিয়_বনলতা,
তুমি একটু হাসবে বলে আমার এই গান গাওয়া।
তুমি ভালবাসবে বলে, আমার এই ছুটে যাওয়া।
Length: 238 - 29th May 17 at 11:27am
12) ভালোবাসা মানে,
একটা রাত না হয় না ঘুমিয়েই কাটালাম তাতে কি? প্রত্যেক প্রহরে আমি তোমার কথা ভেবেই জাগি! ☺
Length: 270 - 14th May 17 at 9:08am
13) তুমি আমার শুরু, তুমি আমার শেষ,
তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ...
Length: 167 - 3rd Mar 17 at 6:36am
14) আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো,
আমি অশ্রু হব যদি তুমি কাঁদো,
আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ ।
আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ ।
Length: 329 - 14th Feb 17 at 8:52am
15) সেদিন ঐ ভোরের আলোয়
যে ঘুমন্ত তোমাকে আমি দেখেছিলাম..
আমি জানি আমি সেদিন থেকেই তোমায় ভালবাসি ❤️
Length: 251 - 7th Feb 17 at 10:26pm