কীভাবে এল ইস্তিরি ?

জানা অজানা June 2, 2016 976
কীভাবে এল ইস্তিরি ?

ধোয়া কাপড় ইস্তিরি বা আয়রন না করিয়ে গায়ে চড়ানোর কথা কি ভাবা যায়? লন্ড্রিতে কিংবা বাসায় মুহূর্তেই ইস্তিরির পরশে পোশাক হয় পরিপাটি। আগে সহজলভ্য ছিল না বৈদ্যুতিক ইস্তিরি।


চলছিল কয়লা ব্যবহৃত ইস্তিরি, পাখা দিয়ে ক্রমাগত বাতাস করে জ্বালানো হতো কয়লা, তারপর চলত কাপড় মসৃণ করার কাজ।


এই ইস্তিরি এল কী করে? কাঠকয়লা ব্যবহার করে কাপড় ইস্তিরির প্রথম প্রচলন শুরু হয়েছিল চীনে। খ্রিষ্টপূর্ব প্রথম শতকে সেখানে ধাতব পাত্রে জ্বলন্ত কয়লা দিয়ে কাপড় ইস্তিরি করা হতো। তবে সেটার আকৃতি আজকের দিনের ইস্তিরির মতো ছিল না।


১৭ শতাব্দীতে ভারী লোহা ব্যবহার করে ‘ব’ আকৃতির সমতল ইস্তিরি তৈরি শুরু হয়। তারপর নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৮৮২ সালে যুক্তরাষ্ট্রের হেনরি ডব্লিউ সিলে তৈরি করেন প্রথম বৈদ্যুতিক ইস্তিরি। কিন্তু সিলে উদ্ভাবিত ইস্তিরির ওজন ছিল প্রায় ১৫ পাউন্ড, তা গরম হতে দীর্ঘ সময় নিত।


তারপর নানা উন্নয়ন ঘটে সিলের তৈরি করা ইস্তিরির। সহজে ব্যবহার ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে বৈদ্যুতিক ইস্তিরি।