

গোপাল ভাঁড় তখন খুব ছোট। সে তখনো হাতি দেখেনি। একদিন সে মায়ের কাছে বায়না ধরল হাতি দেখবে। তার বায়না শুনে মা পড়ল চিন্তায়। চিন্তা করে মা বলল, নিশ্চয় দেখাব হাতি। প্রায়ই তো রাস্তা দিয়ে হাতি চলাফেরা করে। যেমন ভাবা তেমন কাজ।
পরের দিন হাতি দেখাতে গোপালের মা গোপালকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছেন। পথ দিয়ে একজন জমিদার হাতির পিঠে চেপে যাচ্ছিলেন।
গোপালের মা গোপালকে বললেন, ‘ওই দেখ গোপাল হাতি যাচ্ছে।’
গোপাল বলল, ‘কোনটা হাতি মা, যে চেপে বসে আছে।’
আসলে জমিদারবাবু ছিলেন খুবই মোটা।
ছোট্ট গোপালের ওই কথা শুনে আশপাশের লোকজন হাহা করে হাসতে থাকল।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment