পশু-পাখি কি একে অপরের ভাষা বোঝে?

জানা অজানা June 2, 2016 4,436
পশু-পাখি কি একে অপরের ভাষা বোঝে?

পশু-পাখি একে অপরের ভাষা বুঝতে পারে। তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারে। আমরা একেক প্রাণীর যে একেক ধরনের ডাক শুনতে পাই, এসব ডাকই ওদের নিজেদের ভাব বিনিময়ের ভাষা। তবে এক জাতির পশু-পাখির ভাব অপর জাতি বুঝতে পারে কি না এ বিষয়ে কিছু জানা যায়নি।