

ধাঁধা :
১. ‘রাজার ব্যাটা ডুব পাড়ে
গামছা লাগে না।’
২. ‘রাঙা বিবি জামা গায়,
কাটলে দুই খান হয়।’
৩. ‘রাত্রিকালে আঁধারেতে যায় যার ঘরে,
সকালে সেই ঘরে কান্নাকাটি করে।’
৪. ‘রাজার ছেলে হাটে যায়,
একশ’ একটা জামা গায়।’
উত্তর :
১. কচুপাতা
২. মসুরির ডাল
৩. চোর
৪. বাঁধাকপি