

ধাঁধা :
১. ‘হাত-পা নেই তার
বুক পেতে চলে,
নিজেকে গোপন করে
কারো পরশ পেলে।’
২. ‘হাত নেই পা নেই
আমি রসিক নাগর,
আনায়াসে পার হই
অকূল সাগর।’
৩. ‘সব কিছু পাড়ি দিয়ে যায়,
নদীর কাছে গেলে থেমে যায়।’
৪. ‘লাল গাভি বন খায়,
জল খেলেই মরে যায়।’
উত্তর :
১. শামুক
২. সাপ
৩. রাস্তা
৪. আগুন