

ধাঁধা :
১. ‘তিন বর্ণে নাম আছে এক দেশ,
মধ্যের বর্ণ বাদ দিলে
খেতে লাগে বেশ।’
২. ‘থাকলে ভালো হয়,
পেলে ভালো নয়।’
৩. ‘থাকে না চোখে,
রয় না আকাশে।
ফুল বাগানে ফুল হয়ে
মিটি মিটি হাসে।’
৪. ‘দুটি ছাড়া কাঁচা নই,
চরণ ধরে পড়ে রই।’
উত্তর :
১. ভারত
২. লজ্জা
৩. নয়নতারা
৪. পাদুকা