বায়োমেট্রিকের সময় বাড়ছে না, সিম তোলার সময় ২ মাস

BTRC News May 29, 2016 1,636
বায়োমেট্রিকের সময় বাড়ছে না, সিম তোলার সময় ২ মাস

মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ছে না। ঘোষিত সময় অনুয়ায়ী মঙ্গলবার (৩১ মে) সিম পুনঃনিবন্ধের সময় শেষ হচ্ছে। তবে দু’মাসের মধ্যে পুরোনো সিম নতুন করে তোলার সুযোগ রাখা হচ্ছে। এ কথা জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।


রোববার (২৯মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরে এ কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম ঘোষণা অনুযায়ী ডিঅ্যাকটিভ হয়ে যাবে। তবে গ্রাহকরা নতুন করে সিম কিনে নেয়ার সময় পাবেন দুই মাস। প্রবাসী বাংলাদেশিরা জন্য এ সুযোগ থাকবে আরও ১৮ মাস।


তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।


উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ছয় অপারেটরের মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি আট লাখ ৮১ হাজার। এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবদ্ধিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।