

ধাঁধা :
১. ‘ছোট্ট একটা ঘরের
মধ্যে সাতটা বাড়ি,
যে না বলতে পারে
তার সঙ্গে আড়ি।’
২. ‘উল্টে যদি দাও মোরে
হয়ে যাব লতা,
কে আমি ভেবে-চিন্তে
বলে ফেলো তা।’
৩. ‘উপরে তিতা ভিতরে মিঠা,
লেবুর দলে বাস।
এই কথাটি বলতে গেলে
লাগে তিন মাস।’
৪. ‘আকাশ থেকে পড়ল গোটা
তার মধ্যে রউ (রক্ত),
যে না বলতে পারে
সে পাগলের বউ।’
উত্তর :
১. চালতা
২. তাল
৩. জাম্বুরা
৪. কালো জাম