ছেলেদের মাথাতেই কেন বেশি টাক পড়ে?

জানা অজানা May 27, 2016 1,163
ছেলেদের মাথাতেই কেন বেশি টাক পড়ে?

জানা-অজানা ডেস্ক: সামনেই ভাইয়ের বিয়ে কিন্তু আকাশের মন বেজায় খারাপ। বয়স কেবল ২৫, কিন্তু দেখলে মনে হয় বয়স যেন ৩৮! মাথার সামনের চুল উঠে একদম পুরো টাক পড়ে গেছে। এমন


অবস্থায় বিয়ে বাড়িতে যে মেয়েদেরকে একটু ঝাড়ি মারবে, সেই উপায় কই? কেউ তো পাত্তাই দেবে না। এসব সাত-পাঁচ-কুল ভেবে ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকে আকাশ। কিন্তু, কেউ কি কখনও ভেবে দেখেছে, কেন বয়স বাড়তেই ছেলেদের মাথাতে বেশি টাক পড়ে?


এর উত্তর লুকিয়ে আছে ক্রোমোজমে। টাক পড়া একটি sex influenced ঘটনা। যা বেশি দেখা যায় ছেলেদের মধ্যে। কারণটা হল অ্যান্ড্রোজেন এবং Y ক্রোমোজোম৷ অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগতি ও প্রজননে ভূমিকা রাখে ৷ আর মেয়েদের দেহে Y ক্রোমোজোম থাকেই না।