পোশাক থেকে সহজেই ঘামের হলদে দাগ দূর!

টুকিটাকি টিপস May 27, 2016 855
পোশাক থেকে সহজেই ঘামের হলদে দাগ দূর!

চলছে গরমকাল। এখন দিনের বেলায় বাইরে সূর্যের প্রখর রোদ। বাইরে বেরলেই ঘামে ভিজে যায় পোষাক। ফলে পোশাকে ঘামের দাগ পড়ে, সেইসাথে দুর্গন্ধ হওয়াটাও স্বাভাবিক।


বিশেষ করে হালকা রঙের পোশাকে ঘামের হলুদ দাগ বসে যায়। সাদা বা অন্যান্য হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ তোলা মুশকিল হয়ে পড়ে। তবে কিছু টিপস অনুসরণ করে সহজেই পোশাক থেকে ঘামের দাগ সহজেই তুলে ফেলতে পারেন।


জামাকাপড় থেকে ঘামের দাগ তুলে ফেলতে পারবেন সহজেই। তার জন্য লাগবে- ১ কাপ ভিনিগার, ১/২ কাপ বেকিং সোডা, ১ টেবিল চামচ লবন, ১ টেবিল চামচ হাইড্রোজেন পারঅক্সাইড।


ঘামের দাগ পোশাক থেকে তুলতে প্রথমে ভিনিগার ও হালকা গরম পানি একসঙ্গে মিশিয়ে নিন। সেই পানিতে জামা ভিজিয়ে রাখুন অন্তত ২০ মিনিট।


এরপর ঘন মিশ্রণ তৈরি না হওয়া পর্যন্ত একটি চিনামাটির বাটিতে বেকিং সোডা, লবন ও হাইড্রোজেন পারঅক্সাইড একসঙ্গে মিশিয়ে নিন।


এবার ভিনিগার পানি থেকে জামাটি তুলে অতিরিক্ত পানি চিপে নিন। একটি তোয়ালের ওপর জামাটি রেখে, তার ওপর একটু আগে বানানো ঘন মিশ্রণটি লাগিয়ে দিন।


এভাবে ২০ মিনিট রাখুন। ঘামের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারঅক্সাইডের ন্যাচারাল হোয়াটনিং এজেন্ট কার্যকরি। লবন ও বেকিং সোডাও দাগ তুলতে ভালো কাজ দেয়।


পরবর্তীতে ভালো করে জামাটি ধুয়ে নিন। দেখবেন ঝলমল করছে সাদা জামাটিও। দাগছোপ সব উধাও হয়ে যাবে এই উপায়ে।