

ধাঁধা :
১. ‘শুভ্র বসন দেহ তার,
করে মানুষের অপকার।
আস্তে আস্তে পুড়িয়ে মারে,
তবু মানুষ বুঝতে না পারে।’
২. ‘অজগরের মত এঁকেবেঁকে চলে,
চুরমার করে পথে কিছু পেলে।’
৩. ‘আশ্চর্য সুন্দরী নারী
স্বর্গে বাস করে,
নাম করিলে অর্থ
কলা হয়ে পড়ে।’
৪. ‘আকাশের বড় উঠান,
ঝাড়ু দেওয়ার নেই।
এই যে ফুল ফুটে আছে
ধরবার কেউ নেই।’
উত্তর :
১. সিগারেট
২. নদী
৩. লম্বা অপ্সরা
৪. তারা