৫৫৬ মাইলের ছক্কা, উঠেছে রেকর্ড বইয়ে!

ওয়ার্ল্ড রেকর্ডস May 24, 2016 2,298
৫৫৬ মাইলের ছক্কা, উঠেছে রেকর্ড বইয়ে!

এক বিস্ময়কর স্থান পৃথিবী। আর তার অধিবাসী নিত্য নতুন সব বিস্ময়কর ইতিহাসের জন্ম দিচ্ছে। গিনেস বুক শুধুমাত্র বিস্ময়কর রেকর্ডগুলো লিখে রাখে। আর এসব রেকর্ড করার জন্য অনেকে এমন সব কাজ করেন যা সাধারণ মানুষ শুনে আশ্চর্য হয়ে যান।


তবে এমন কিছু রেকর্ড আছে যা তৈরি হয় অজান্তেই। ক্রিকেট খেলায় সবচেয়ে দীর্ঘ ছক্কা মারার রেকর্ডটিও হয়েছিলো অজান্তেই।


আপনার মনে হতে পারে ক্রিকেট ম্যাচের একটি ছক্কা আর কতদূর ই বা যেতে পারে। ১০০ মিটার বা তার কিছু বেশিই হবে সর্বোচ্চ। তবে অবাক করার মত বিষয় হলো ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ছক্কার দূরত্ব হলো ৫৫৬ মাইল।


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে খেলা হচ্ছিল। জিমি সিনক্লেয়ার নামে এক ক্রিকেটার একটি ছক্কা মারেন। বল গিয়ে পড়ে মাঠের বাইরে পোর্ট এলিজাবেথগামী একটি ট্রেনে।


বলটি পাওয়া যায় একেবারে সেই পোর্ট এলিজাবেথ স্টেশনে গিয়ে! যা জোহানেসবার্গ থেকে ৫৫৬ মাইল দূরে!