প্রেম সংক্রান্ত কর ও বাজেট

মজার সবকিছু May 21, 2016 1,409
প্রেম সংক্রান্ত কর ও বাজেট

প্রেমিক-প্রেমিকা কর : প্রেমে আগ্রহী প্রতিটি ছেলেমেয়েকে একটি নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করতে হবে। তাদের জন্য আলাদা কর সনদ (লাভার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা এলটিআইএন) প্রদান করা হবে। চুটিয়ে প্রেম করছে অথচ কর প্রদান করেনি এমন জুটিকে কর খেলাপি হিসেবে চিহ্নিত করে যথাযথ প্রেমের আইনের আওতায় নিয়ে আসা হবে।


ডেটিং সংক্রান্ত বাজেট : প্রেমের বাজেটে ডেটিংয়ে ব্যবহৃত পণ্য এবং সেবায় শুল্ক কমিয়ে রাখার ব্যবস্থা করা হবে। কোনো জুটি রেস্টুরেন্টে ডেটিংয়ে গেলে তাদের কাছ থেকে খাওয়ার বিল অর্ধেক রাখা হবে। তা ছাড়া জুটিদের পাবলিক পরিবহনে যাতায়াতে হাফ ভাড়া প্রদানসহ, ফুল এবং গিফট কেনায় মূল্য ২০ থেকে ৩০ শতাংশ কম রাখা হবে। বাদাম, বুট, বিট লবণ দেওয়া লেবুর শরবত এবং একটি ছাতা যুগল প্রেমিক প্রেমিকাদের বিনামূল্যে সরবরাহ করা হবে।


ছ্যাকা খাওয়াদের জন্য বাজেট : যারা প্রেমে ছ্যাকা খেয়েছে তাদের জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে। রিলেশন ব্রেকআপের পর তাদের হাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, ব্রেক-আপকালীন সময়ে তাদের প্রত্যেকের মোবাইলে কয়েকজিবি ফ্রি ইন্টারনেট ডাটা প্রদান করা হবে