যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুক টিপস May 12, 2016 2,548
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

তথ্য প্রযুক্তি সম্পর্কে যারা একটু জানেন তাদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। কারও কারও তো একাধিক অ্যাকাউন্টও রয়েছে। যেখানে ব্যক্তি নিজের আবেগ, অভিজ্ঞতা শেয়ার করেন বন্ধুদের। আবার না বলা কথাগুলোও জানিয়ে দিতে পারেন এই ফেসবুকেই। কিন্তু ফেসবুক ব্যবহার করতে করতে আমরা কিছু বিষয়ে নজর দেই না। যে কারণে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।


ফেসবুক যেখানে ব্যক্তিকে বিখ্যাত ও জনপ্রিয় করে তুলতে পারে, সেখানেই ঠিকমতো ব্যবহার না করার কারণে সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত হতে পারে। তাই জেনে নেই ঠিক কী কারণে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে -


১. অনেক সংখ্যক ওয়াল পোস্ট করলে এবং সেই ওয়াল পোস্ট একাধিক গ্রুপে শেয়ার করলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।


২. টাইপিংয়ের কসরত কমাতে মেসেজে একই টেক্সট বারংবার টাইপ করলে ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।


৩. ফেক অ্যাকাউন্ট বানালে সেটি ফেসবুক ব্লক করে দেয় নির্দিষ্ট সময় পর।


৪. ২০০টির বেশি গ্রুপ জয়েন করলে ব্লক হতে পারে অ্যাকাউন্ট।


৫. একই দিনে একসঙ্গে ১০০ থেকে ৫ হাজারটি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করলে ফেসবুক ব্লক করে দিতে পারে অ্যাকাউন্ট।


৬. বেআইনি বিষয়বস্তু পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। কোনও ব্যক্তির উদ্দেশ্যে, ধর্মের বিরুদ্ধে কোনও কিছু পোস্ট করলে ব্লক হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।


৭. অ্যাডাল্ট বিষয়বস্তু, লাগাতার খারাপ ছবি পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে।


৮. কোনও ব্যক্তিকে বারবার পোক করলে অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।


৯. অ্যাকাউন্ট হ্যাক হলে তা জেনে যায় ফেসবুক সার্ভার। সেটি ব্লক হয়ে যায়।


১০. বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করলেও হতে পারে অ্যাকাউন্ট ব্লক।


১১. ব্যক্তির কোনও প্রোডাক্টের বিজ্ঞাপন বারংবার পোস্ট করলেও ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।