নাটকীয় ম্যাচে শেষ ওভারে পাঞ্জাবকে হারলো রাজস্থান

ক্রিকেট দুনিয়া April 14, 2024 2,926
নাটকীয় ম্যাচে শেষ ওভারে পাঞ্জাবকে হারলো রাজস্থান

সহজ ম্যাচ কঠিনভাবে জিতল রাজস্থান রয়্যালস। যদিও পাঞ্জাব কিংসের বোলাররা নিয়েছেন কঠিন পরীক্ষা। উত্তেজনাপূর্ণ লো স্কোরিং ম্যাচে এক বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় সঞ্জু স্যামসনদের । আইপিএলের এবারের আসরের পঞ্চম জয়ের স্বাদ পেল রাজস্থান।


মুল্লানপুরে শনিবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ৮ উইকেটে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি। জবাবে রাজস্থান ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।


শিখর ধাওয়ান চোটের কারণে না থাকায় এদিনের ম্যাচে পাঞ্জাবকে নেতৃত্ব দেন স্যাম কারেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ করেননি জনি বেয়ারস্টো ও অথর্ব তাইরে। যদিও শুরু থেকেই পাঞ্জাবের রান তোলার গতি মন্থর ছিল। ১২.১ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ৭০ রান। শেষদিকে আশুতোষ শর্মার ১৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৩১ রানের ইনিংসে ভর করে দেড়শোর কাছাকাছি স্কোর পায় পাঞ্জাব। রান আউট হওয়ার আগে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে আসে ১৪ বলে ২ চার ও এক ছক্কায় ২১ রান। উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা করেন ২৯ রান।


বল হাতে রাজস্থানের হইয়ে দুটি করে উইকেট পান আভেশ খান ও কেশব মহারাজ।


সহজ লক্ষ্য তাড়ায় রাজস্থানের সাবলীল সূচনা তাদের জয়ের পথেই রেখেছিল। উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করেন যশস্বী জয়সওয়াল ও তানুশ কোটিয়ান। ইংলিশ অলরাউন্ডার লিভিংস্টোনের বলে ২৪ রানে কোটিয়ান বোল্ড হলে জুটি ভাঙে। এরপর জয়সওয়াল ২৪ বলে ৪টি চারে ৩৯ রানে কাগিসো রাবাদার শিকারে পরিণত হন। ১৮ রান করা সাঞ্জু স্যামসনকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবাদা।


রিয়ান পরাগ যখন ২৩ রানে রাবাদার হাতে ধরা পড়েন, রাজস্থানের তখন জয়ের জন্য দরকার ২০ বলে ৩৫ রান। খানিক পর ধ্রুব জুরেলকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাঞ্জাব।


দুই ক্যারিবীয়ান ক্রিকেটার রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার বাইশ গজে শেষের ঝড়ে রাজস্থানের ডেরায় স্বস্তির নিঃশ্বাস এনেছিলেন। স্যাম কারেন ১৯তম ওভারে পান জোড়া উইকেট। পাওয়েল ৫ বলে ২ চারে ১১ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন। খানিক পর কেশব মহারাজের বিদায়ে খেলায় আসে শেষ ওভারের রোমাঞ্চ।


আর্শদীপ সিংয়ের করা শেষ ওভারের প্রথম দুই বলে রান নিতে পারেননি হেটমায়ার। রাজস্থানের সামনে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ১০ রান। তৃতীয় বলেই অবশ্য ওয়েস্ট ইন্ডিজের এ ব্যাটার হাঁকান ছক্কা। পরের বলে দৌড়ে নেন দুই রান। রাজস্থানের তখন প্রয়োজন ২ বলে ২ রান। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় ম্যাচের পরিসমাপ্তি ঘটান হেটমায়ার।


পাঞ্জাবের পক্ষে রাবাদা ও কারেন দুটি করে উইকেট দখল করেন।


রাজস্থান ৬ ম্যাচে তুলে নিয়েছে ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানেই থাকল পাঞ্জাব।