কোহলির দারুণ ইনিংসের পরও হেরে গেলো বেঙ্গালুরু

ক্রিকেট দুনিয়া March 29, 2024 337
কোহলির দারুণ ইনিংসের পরও হেরে গেলো বেঙ্গালুরু

আইপিএলের দশম ম্যাচে বেঙ্গালুরুর দেয়া ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় কলকাতা। সুনীল নারিন ও ফিল সল্ট মিলে যোগ করেন ৮৬ রান। এরপর নারিন ২২ বলে ৪৭ ও সল্ট ২০ বলে ৩০ রান করে আউট হয়ে গেলে ছন্দ হারায় কলকাতা। অবশ্য ভেঙ্কাটেস আইয়ার ও শ্রেয়াস আইয়ার মিলে দলের হাল ধরেন।


দুজনে দেখেশুনে এগোচ্ছিলেন। শ্রেয়াস মোহাম্মদ সিরাজের বলে লং অনে বল পাঠিয়ে সিঙ্গেল নিয়ে ২৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌছান ভেঙ্কাটেস। অবশ্য পরের ওভারের প্রথম বলেই ভেঙ্কাটেসকে ফেরান ইয়াশ দয়াল। টাইমিংয়ের গড়বড় করে ডিপ মিড উইকেটে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন ৩০ বলে হাফ ৫০ রান করা ভেঙ্কাটেস।


এরপর কলকাতাকে আর কোনো সমস্যায় পড়তে দেননি শ্রেয়াস ও রিংকু সিং। শ্রেয়াস ২৪ বলে ৩৯ ও রিংকু ৫ বলে ৫ রানে অপরাজিত থেকে কলকাতাকে ৭ উইকেট হাতে রেখেই জিতিয়ে মাঠ ছাড়েন।


এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বেঙ্গালুরু। তারা দলীয় ১৭ রানেই হারায় অধিনায়ক ফাফ ডু প্লেসির উইকেট। তিনি মাত্র ৮ রান করে হার্শিদ রানার বলে শর্ট ফাইন লেগে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন।


এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন কোহলি। এই দুজনের ৪২ বলে ৬৫ রানের জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখে বেঙ্গালুরু। গ্রিন ২১ বলে ৩১ রান করে ফিরে গেলে কোহলিকে সঙ্গ দিতে আসেন গ্ল্যান ম্যাক্সওয়েল।


গ্রিনকে দারুণ এক লেংথ ডেলিভারিতে বোল্ড করেছেন আন্দ্রে রাসেল। জায়গা করে খেলতে চেয়েছিলেন গ্রিন কিন্তু ইন সাইড এজ হয়ে তার স্টাম্প ভেঙে যায়। ফলে ফিরে যেতে হয় অজি অলরাউন্ডারকে।


তৃতীয় উইকেটে ম্যাক্সওয়েল ও কোহলি যোগ করেন আরও ৪২ রান। ম্যাক্সওয়েল ফিরেছেন ১৯ বলে ২৮ রান করে। তাকে নিজের শিকার বানিয়েছেন নারিন। এরপর রজত পাতিদার ও অনুজ রাওয়াত ৩ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বেঙ্গালুরু।


ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে দীনেশ কার্তিক ৮ বলে ২০ রান করে বেঙ্গালুরুকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও কোহলি ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। কোহলির ইনিংস জুড়ে ছিল ৪টি করে ছক্কা চার।