কোন নিয়মে পাঁচ বিদেশিকে মাঠে নামিয়েছিল রাজস্থান?

ক্রিকেট দুনিয়া March 29, 2024 339
কোন নিয়মে পাঁচ বিদেশিকে মাঠে নামিয়েছিল রাজস্থান?

গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিলাটসের বিপক্ষে পাঁচ বিদেশিকে মাঠে নামিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে রাজস্থান রয়্যালস। এতে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী ও প্রধান কোচ রিকি পন্টিং। ডাগ-আউটে পন্টিংকে ভীষণ ক্ষুব্ধ দেখাচ্ছিল। পরে তাকে একটি কাগজ দেখিয়ে শান্ত করেন চতুর্থ আম্পায়ার। কিন্তু আসলেই কি রাজস্থান কোনো আইন ভেঙেছে বা ভুল করেছে?


জয়পুরে রাজস্থানের ১৮৫ রান তাড়ায় দিল্লির ইনিংসের শুরুতেই বিদেশি ইস্যুতে খেলা বন্ধ হয়ে যায়। রাজস্থান প্রাথমিকভাবে একাদশে রেখেছিল তিন বিদেশি—জস বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট। ফিল্ডিংয়ে নামার সময় তারা হেটমায়ারকে তুলে নিয়ে ইমপ্যাক্ট বদলি খেলোয়াড় হিসেবে নামায় দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গারকে। এ পর্যন্ত ঠিক ছিল। তবে ঝামেলাটা বাধে রিয়ান পরাগের জায়গায় রোভমান পাওয়েলকে ফিল্ডিংয়ে নামালে।


সৌরভ গাঙ্গুলী ও পন্টিংয়ের মতে, পাওয়েলকে ফিল্ডিংয়ে নামানো ঠিক হয়নি। এক ম্যাচে চারজন বিদেশি খেলতে পারেন। বার্গারকে ইমপ্যাক্ট বদলি করার মাধ্যমে রাজস্থানের সেই কোটা পূরণ হয়ে গেছে। পাওয়েল ম্যাচে পঞ্চম বিদেশি হিসেবে নেমেছেন, যা নিয়মবিরুদ্ধ। ওই সময় চতুর্থ আম্পায়ার মদনগোপাল কাপুরাজ এগিয়ে এসে পন্টিংকে টিম শিটে খেলোয়াড়দের নাম দেখিয়ে বোঝাতে চেয়েছেন, নিয়মের বাইরে কিছু হয়নি।


আইপিএল প্লেয়িং কন্ডিশনের ১.২.৫ ধারা অনুযায়ী, “একটি দল ম্যাচের শুরুর একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না।”


এছাড়া ১.২.৬ ধারা অনুযায়ী, “একটি দল একই সময়ে চারজনের বেশি বিদেশিকে মাঠে রাখতে পারবে না। যদি কোনো দল চারজন বিদেশিকে দলে রাখে, সে ক্ষেত্রে বদলি হিসেবে আরেকজন বিদেশিকে ফিল্ডিংয়ে নামানো যাবে একজন বিদেশিরই জায়গায়। আর কোনো দল যদি চারজনের কম বিদেশিকে শুরুর একাদশে রাখে, তখন বিদেশি খেলোয়াড় বদলি করা যাবে, তবে একই সময়ে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা চারের বেশি হতে পারবে না।”


পাওয়েল যখন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন, তখন মাঠে দলটির বিদেশির সংখ্যা চারই হয়েছে। কারণ, হেটমায়ার তো একাদশ থেকে বেরিয়ে গেছেন। তার জায়গায় নামানো হয়েছে একজন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। তাই ম্যাচটিতে রাজস্থানের হয়ে পাঁচজন বিদেশি খেললেও একইসময়ে মাঠে ছিল চারজনই- বাটলার, বার্গার, বোল্ট, পাওয়েল। এটাই হয়তো রিকিং পন্টিংকে বুঝিয়েছেন চতুর্থ আম্পায়ার