লিটনকে নিয়ে বিসিবি সভাপতি পাপনের কঠিন মন্তব্য

ক্রিকেট দুনিয়া March 26, 2024 426
লিটনকে নিয়ে বিসিবি সভাপতি পাপনের কঠিন মন্তব্য

লিটন দাস প্রতিভাবান ও ক্লাসিক তকমা নিয়ে জাতীয় দলে খেলছেন প্রায় দশ বছর ধরে । তিন ফরম্যাটের মধ্যে কেবল ধারাবাহিক ছিলেন টেস্ট ক্রিকেটে । ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন দাস। সর্বশেষ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েন দল থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টে লিটনের আউট হওয়ার ধরণ দেখে হতাশ সমর্থকরা।


মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। অবধারিতভাবেই লিটন দাসকে নিয়ে প্রশ্নবাণ ছুটে গেল তার দিকে। লিটন প্রসঙ্গে শুরুতেই তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি।’


পাপন যোগ করেন, ‘ওর মতো ওপেনার, এতো বছর ধরে আমরা যাকে খেলিয়েছি, ডিপেন্ড করেছি এবং হি ইজ পারফরমড। এমন না যে ও খেলা পারে না। কিছু একটা সমস্যা হচ্ছে জন্যই আমরা তাকে ওয়ানডে থেকে ড্রপ করেছি। এর চেয়ে বেশি কিছু সিগন্যাল তো হতে পারে না। দেয়ার ইজ অ্যা প্রবলেম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এর সঙ্গে ক্যাপ্টেন্সির কোন সম্পর্ক নেই।’


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে খেলানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো। তখন আবার আপনারা বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই কেন তাকে বাদ দিলো। আমার ধারণা এই সময়ে তাকে একটা ব্রেক দিলে ভালোভাবে ফিরে আসতে পারত।’