বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

ক্রিকেট দুনিয়া March 25, 2024 632
বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টাইগাররা। ৩২৮ রানের ব্যবধানে হেরেছে শান্ত-মিরাজরা। লঙ্কানদের বিপক্ষে সিলেটে প্রথম বা দ্বিতীয়, কোনো ইনিংসেই প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ের কারণে দুই ইনিংসেই অল্প রানে অলআউট হয়েছে নাজমুল শান্তর দল।


বিশাল ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে লঙ্কানদের অধিনায়ক ধনাঞ্জয়া বলেন, ‘এটা (এখানের উইকেট) দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’


এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও শাহাদাত হোসেন দিপুরা দায়িত্ব নিতে পারেননি। তাদের ব্যাটিংয়ে মনোযোগে ঘটতি ছিল কি? সোমবার ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কাছে। তবে এ নিয়ে মন্তব্য করতে চাইলেন না তিনি, ‘আসলে আমি বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না।’


টেস্ট ক্রিকেটে ফল করতে হলে যে মনোযোগ ধরে রাখা জরুরি সেটি মনে করিয়ে দিলেন ধনঞ্জয়া, ‘হ্যাঁ অবশ্যই। টেস্ট ক্রিকেটে স্কিল এবং চিন্তাধারা সঠিক রাখতে হবে। অনুশীলন, ট্রেনিংয়ে আমাদের কাজের ফলটা মাঠে পেয়েছি আমরা।’


বাংলাদেশের দুই ইনিংসের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। সিলেটের উইকেট যে পেসারদের সহায়ক হবে সেটি আগেই বুঝতে পারে সফরকারীরা। এ নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, ‘এটা দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা তিন পেসার খেলিয়েছি। দিন শেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে আমি বেশ খুশি।’