রিশাদকে নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার প্রয়োজন নেইঃ শান্ত

ক্রিকেট দুনিয়া March 19, 2024 4,199
রিশাদকে নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার প্রয়োজন নেইঃ শান্ত

মুশফিকুর রহিমের সঙ্গে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ । যখন তিনি আউট হয়ে ফিরছেন, তখন জয় পেতে ৪ উইকেটে স্বাগতিকদের আরও ৫৮ রান প্রয়োজন। একপাশে মুশফিক থাকলেও, অন্যপ্রান্তে জাত ব্যাটার না থাকায় চাপেই ছিল টাইগাররা। এরপর ঝোড়ো ব্যাটিংয়ে আর মুশফিককেও ভাবতেও দেননি রিশাদ হোসেন। ক্রিকেটটা তিনি খেলেছেন টেনিসের মতো। ১৮ বলে খেললেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। সব মিলিয়ে লেগ স্পিনারের ভূমিকা নিয়ে দলে জায়গা করে নেয়া রিশাদ যেন পরিপূর্ণ এক প্যাকেজ। তবে তাকে নিয়ে এখনই খুব বেশি এক্সাইটেড হতে না করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, তরুণ এ ক্রিকেটারের এখনো উন্নতির অনেক জায়গা আছে।


চট্টগ্রামের মাটিতে প্রথম দুই ওয়ানডেতে ডাগআউটে বসে থাকা রিশাদ তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে যে চমক দেখিয়েছেন, সেটার মঞ্চায়ন অবশ্য সপ্তাহখানেক আগে হয়েছে সিলেটেও। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২৬ বলে ৭ ছক্কায় ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি।


লেগ স্পিনারের ভূমিকায় দলে জায়গা পাওয়া রিশাদের এমন ব্যাটিংয়ের প্রশংসা ঝরেছে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের আকাঙ্ক্ষিত লেগ স্পিনারের চাহিদার সঙ্গে ফিনিশারের ভূমিকাতেও কী তবে উত্তীর্ণ হচ্ছেন তিনি?


সংবাদ সম্মেলনে রিশাদের ঝোড়ো ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘প্রথমে তো বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি গত নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করেছে। সাথে ব্যাটিংটাও নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল, সেখান থেকে আরও উন্নতি করেছে মনে হয়। তবুও অনেক উন্নতির জায়গা আছে। ওটা নিয়ে কাজও করছে। অবশ্যই অনেক খুশি। এরকম প্লেয়ার দলে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়।’


এছাড়া রিশাদের ফিল্ডিংয়ের প্রশংসাও করেন শান্ত, তবে এখনই ব্যাটিং নিয়ে আনন্দে আত্মহারা না হতেও পরামর্শ দিলেন টাইগার অধিনায়ক, ‘আমার মনে হয় সে খুব ভালো ফিল্ডার। ব্যাটিংটা উন্নত হচ্ছে আস্তে আস্তে। বোলিংটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আজকেও মাঝে গুরুত্বপূর্ণ একটা উইকেট এনে দিয়েছে। এটা অবশ্যই দলের জন্য ভালো। তবুও এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নাই। অনেক উন্নতির জায়গা আছে।’


ম্যাচটিতে বাংলাদেশি ব্যাটাররা শেষদিকে ঝড় তুললেও, জয়ের পথটা সহজ হয়ে ওঠে বোলারদের কল্যাণে। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। বোলারদের সেই কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় না এই উইকেটে এর চেয়ে দ্রুত আউট করা যেত। খুবই ভালো বোলিং করেছে বোলাররা। ২৩৬ (রানে) আমরা আটকাইসি ওদের। তাসকিন, শরিফুল, ফিজ, মিরাজ, রিশাদ প্রত্যেকটা বোলারই খুবই ভালো বোলিং করেছে। উইকেটে শুরুতে একটুখানি সাহায্য ছিল, পেসাররা সেটা কাজে লাগিয়েছে। টার্গেট যা দিয়েছে আমাদের এটা তাড়া করার মতোই ছিল।’