১২ হাজার টাকায় ল্যাপটপ

কম্পিউটার রিভিউ May 5, 2016 2,166
১২ হাজার টাকায় ল্যাপটপ

সাশ্রয়ী দামের একটি ল্যাপটপ বাজারে আনলো মাইক্রোম্যাক্স। মডেল ল্যাপবুক এল১১৬০। এন্ট্রি লেভেলের এই ল্যাপটপটি মাইক্রোম্যাক্সকে তৈরি করে দিয়েছে মাইক্রোসফট এবং ইন্টেল। ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ১০ হাজার ৪৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১২ হাজার ৩৬৫ টাকা।


মাইক্রোম্যাক্সের এই ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির নন-ডিটাচেবল ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল।


উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপতে ১.৮৩ গিগাহার্জের ইন্টেল অ্যাটম কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।


এতে আছে ২ জিবি র‌্যাম। ৩২ জিবি ইএমএমসি ফ্লাশ স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ল্যাপটপটিতে দুইটি ইউএসবি ২.০ পোর্টস আছে। আরও আছে এইচডিএমআই পোর্ট, ইথারনেট পোর্ট। এতে ওয়াইফাই ও ব্লুটুথ রেডিও নেটওয়ার্ক কানেকটিভিটি আছে।


ল্যাপটপটির ওজন মাত্র ১.১৩ কিলোগ্রাম। এতে ৪১০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি রয়েছে। ৪ জুন থেকে অ্যামাজন ইন্ডিয়াতে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।