স্মার্টফোনের হোম বাটন কাজ না করলে

মোবাইল টিপস May 5, 2016 1,164
স্মার্টফোনের হোম বাটন কাজ না করলে

স্মার্টফোনের সবই ঠিক আছে, অন্যান্য টাচ বাটনগুলো কাজ করছে, শুধু কাজ করছে না হোম বাটনটি! পানিতে ভিজে কিংবা অন্য কোনো কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


আর হোম বাটন কাজ না করলে, বেশ বেকায়দায় যে পড়তে হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে চাইলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করেই। অ্যাপটির নাম ‘মাই হোম বাটন’। হোম বাটন কাজ না করলে, সেই ভোগান্তি থেকে সহজেই রেহাই দিবে এই অ্যাপটি।


অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে [url]https://goo.gl/ZlCVeY[/url] লিংক থেকে। সম্পূর্ণ অফলাইনে কাজ করবে এটি। ফলে একবার ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে না।


অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো এটি ব্যবহার করতে স্মার্টফোনটিকে রুট করতে হবে না। প্লেস্টোরে এ জাতীয় বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করতে রুট করতে হয়। তবে এই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে তা প্রয়োজন হবে না।


অ্যাপটির মাধ্যমে হোম, ব্যাক এবং মেন্যু অপশনের নাম অনায়াসে বদলানো যাবে। নোটিফিকেশন বার থেকে হোম বাটন ব্যবহার করা যাবে। স্মার্টফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলো শর্টকার্ট হিসেবেও ব্যবহার করা যাবে।