সাকিব-লিটনদের আইপিএলে যাওয়ার ব্যাপারে যা বললেন হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া March 26, 2023 533
সাকিব-লিটনদের আইপিএলে যাওয়ার ব্যাপারে যা বললেন হাথুরুসিংহে

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে রোববার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরু। সেখানে তাকে সাকিবদের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত: আগে দেশের পক্ষে খেলা। এই তিনজনের (সাকিব, লিটন ও মুস্তাফিজ) নাম পাঠানোর আগেই বোর্ড এটা ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছিল। এখনও এটাই আছে।’


হাথুরুসিংহে বলেন, ‘আইপিএলে খেললে তাদের (সুযোগ পাওয়া তিন ক্রিকেটার) দক্ষতা বাড়বে। এটা হাই ক্লাস টুর্নামেন্ট, এটা যে সত্য তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবার জন্য এক নম্বর প্রায়োরিটি দেশের পক্ষে খেলা।’


এর আগে বিসিবি-বস পাপন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘আমি আপনাদের আগেও এই কথা বলেছি। যখন নিলামে ডাকা হয়, তার আগে আমাদের কাছে জানতে চেয়েছে ওদের (সাকিব-লিটন-মুস্তাফিজ) কখন পাওয়া যাবে। আমরা ওদের (ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ) জানিয়েছি। এটা জেনেই ওদের দলে নিয়েছে। সিম্পল।’


অর্থাৎ, আইপিএল খেলতে যেতে কোনো বাধা নেই সাকিব-লিটনের সামনে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় হয়তো আইপিএলের শুরু থেকে সাকিব-লিটনরা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারবেন না। যদিও এ দুজনই বেশ কিছুদিন আগে বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪