মেসির দর্শনীয় গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

ফুটবল দুনিয়া March 24, 2023 5,223
মেসির দর্শনীয় গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো মাঠে নেমেছিলো আর্জেন্টিনা। ‘তিন তারকাখচিত’ জার্সি পরে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও শেষ দিকে জাদুর ঝাঁপি খুলে বসেন মেসি। তার দুর্দান্ত দুইটি ফ্রিকিক থেকেই জয়ের পথ দেখে আলবেসিলেস্তেরা।


রিভার প্লেটের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণের ঢেউ বইয়ে দিয়েও জালের দেখা পাচ্ছিলো না আর্জেন্টিনা । লিওনেল মেসির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলো পোস্ট। শেষ পর্যন্ত অবশ্য আটকানো যায়নি এই মহাতারকাকে। তার ইতিহাস গড়ার রাতে প্রত্যাশিত জয় পেয়েছে আর্জেন্টিনাও।


বাংলাদেশ সময় শুক্রবার সকালের প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। থিয়োগো আলমাদার গোলে এগিয়ে যাওয়ার পর চমৎকার ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।


দুর্দান্ত এই জয়ের রাতে অসাধারণ আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ৮০০তম গোলের দেখা পেয়েছেন এই ক্ষুদে জাদুকর।


ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ একটি সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু বক্সে বল পেয়ে কাজে লাগাতে পারেননি আলেক্সিস মাক আলিস্টার।


পরের মিনিটে বল পায়ে দারুণ কারিকুরিতে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে কোনাকুনি এগিয়ে শট নেন মেসি। তবে যথেষ্ট গতি না থাকায় নিয়ন্ত্রণে নিতে সমস্যা হয়নি গোলরক্ষকের।


পঞ্চদশ মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে হলুদ কার্ড দেখেন পানামার ডিফেন্ডার কেভিন গালভান। প্রায় ২৭ গজ দূর থেকে নেওয়া পিএসজি তারকার দুর্দান্ত ফ্রি কিক দুর্ভাগ্যবশত পোস্ট কাঁপিয়ে ফেরে।


৪৩তম মিনিটে বাম দিক দিয়ে বক্সে ঢুকে উড়িয়ে মারেন মেসি। পরের মিনিটে অনেক দূর থেকে বুলেট গতির শট নেন এনজো ফার্নান্দেজ, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক হোসে গেরা।


দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ২১ মিটার দূর থেকে মেসির ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। খানিক পর আর্জেন্টিনা অধিনায়কের আরেকটি শট রুখে দেন গেরা।


সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছে না। তাতে আরও মরিয়া হয়ে উঠতে থাকে আর্জেন্টিনা। ৭৩তম মিনিটে মার্কোস আকুনার ডি-বক্সে বাড়ানো ক্রসে ছুটে গিয়ে হেড করেন মেসি, কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।


অবশেষে ৭৮তম মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির বাঁকানো ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে শট নিতে গিয়ে ঠিকমতো পারেননি লেয়ান্দ্রো পারেদেস। সুযোগ পেয়ে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের শুরুতে মাক আলিস্তেরের বদলি নামা আলমাদা।


নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে মাইলফলক ছোঁয়া গোলটি করেন মেসি। এর আগে তার দুটি ফ্রি কিক ভাগ্যের ফেরে পোস্টে লাগলেও এবার আর ব্যর্থ হননি তিনি, বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে খুঁজে নেন ঠিকানা। জয়টাও প্রায় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।


আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৯৯টি। পরের প্রীতি ম্যাচে আগামী ২৮ মার্চ কিরাসাওয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪