আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে ১৮ কার্ড দেখানো কে এই রেফারি?

ফুটবল দুনিয়া December 10, 2022 1,040
আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে ১৮ কার্ড দেখানো কে এই রেফারি?

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও মাতেউ। স্প্যানিশ এই রেফারি পুরো ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছে দুদলের খেলোয়াড়দের। আর ডাচ ডিফেন্ডার ডেনজেল ডুমফ্রিজকে ম্যাচের একেবারে শেষ সময় লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় দেয়।


নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের প্রথম থেকেই ফাউলের বাঁশি বাজিয়ে গিয়েছেন মাতেউ। পুরো ম্যাচে ৪৮ বার ফাউলের জন্য বাঁশি বাজিয়েছেন তিনি, যা দেখে বিরক্তই হয়েছে দুই দলের খেলোয়াড়রা। এ দিকে এই ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ড গড়েছেন স্প্যানিশ এই রেফারি।


২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব ১৪টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে যা ছিল রেকর্ড। কিন্তু শুক্রবার (৯ ডিসেম্বর) সে রেকর্ড ভেঙে দিয়েছেন অ্যান্টোনিও মাতেউ।


লা লিগায় ম্যাচ পরিচালনার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মেসির সম্পর্কে ভালোই ধারণা আছে মাতেউর। এর আগে মেসিকে ম্যারাডোনার গোল উদ্‌যাপনের কারণে হলুদ কার্ড দিয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের ম্যাচে মেসিদের পেয়ে যেন আবারও নিজের জাত চেনালেন।


সূত্রঃ বেঙ্গলি টাইমস