আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করবেন যিনি

ফুটবল দুনিয়া December 3, 2022 747
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করবেন যিনি

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শেষ ষোলোর ম্যাচে এশিয়ার প্রতিনিধিত্বকারী দেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারসিনিয়াক।


পোলিশ এই রেফারি ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছিলেন। যেখানে সেই বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে বেশ কয়েকটি নৈতিবাচক সিদ্ধান্ত দিয়ে ফুটবল ভক্তদের সমালোচনার কবলে পড়েছিলেন। যেখানে লে আলবিসেলেস্তেদের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। তবে সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি লিওনেল মেসি।


পোল্যান্ডের ভিসলা প্লকে জন্ম নেয়া মারসিনিয়াক ছোট বয়স থেকে সাইক্লিংয়ে বেশি মনযোগী ছিলেন। মাত্র ১২ বছর বয়সে ১০০ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তার পরিবার তাকে সাইক্লিং থেকে সরে আসতে বলে। ধীরে ধীরে তিনি ফুটবলের প্রতি আসক্ত হন এবং ১৫ বছর বয়সেই সাইক্লিং বন্ধ করে দেন।


পরে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন মারসিনিয়াক। এছাড়া দীর্ঘদিন ধরে পোল্যান্ডের পেশাদার ফুটবল রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি। তবে বলার অপেক্ষা রাখে না আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচেও তাকে বেশ শক্ত হাতে ম্যাচ পরিচালনা করতে হবে।


সূত্রঃ আরটিভি অনলাইন