সৌদির পরাজয়ে কঠিন হলো আর্জেন্টিনার নকআউটের সমীকরণ

ফুটবল দুনিয়া November 26, 2022 7,953
সৌদির পরাজয়ে কঠিন হলো আর্জেন্টিনার নকআউটের সমীকরণ

সৌদি আরবের পরাজয়ের কারণে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। আজ রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে মেক্সিকোর বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ওই ম্যাচে জিততেই হবে লিওনেল মেসিদের। হারলে নিশ্চিত বিদায়ের ঘণ্টা বেজে যাবে দুইবাররে বিশ্ব চ্যাম্পিয়নদের।


গ্রুপ ‘সি’–তে সৌদিকে হারিয়ে এখন সবচেয়ে এগিয়ে পোল্যান্ড। নিজদের শেষ ম্যাচে ড্র করতে পারলেই নকআউটে যাবে তারা। এক জয় ও এক ড্রতে পোল্যান্ডের পয়েন্ট ৪। এক জয় ও এক হারে সৌদি আরবের পয়েন্ট ৩।


মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে পোল্যান্ডের সমান ৪। তখন আর্জেন্টিনা তাদের পরের ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৩। এরই মধ্যে দুই ম্যাচ শেষে মেক্সিকো ও পোল্যান্ডের ৪ পয়েন্ট থাকায় বাদ পড়বে আর্জেন্টিনা।


তবে আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিপক্ষে জয় পায়, তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। মেক্সিকোর পয়েন্ট থাকবে ১। পয়েন্ট তালিকার অন্য দুই দল সৌদি আরব ও পোল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ৩ ও ৪।


তখন এই গ্রুপে ম্যাচ বাকি থাকবে দুটি। আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। আর মেক্সিকোর ম্যাচ সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব সে ম্যাচে না হারলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে মেক্সিকো জিতলে বাদ পড়বে আরব দেশটি, পরের রাউন্ডে যাবে মেক্সিকো।


অন্য ম্যাচে পোল্যান্ড যদি মেসিদের বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে লেভানডফস্কিরা পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তবে আর্জেন্টিনা জিতলে ৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে আর্জেন্টিনা। অর্থাৎ সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ের পর বিশ্বকাপে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪