বাঁচা-মরার ম্যাচে দলে একাধিক পরিবর্তন আনছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 25, 2022 607
বাঁচা-মরার ম্যাচে দলে একাধিক পরিবর্তন আনছে আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে শেষ ষোলোর সমীকরণ কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে লিওলেন স্কালোনির দলকে।


মেক্সিকোর বিপক্ষে কার্যত নকআউটের ম্যাচে শুরুর একাদশে যে পরিবর্তন হতে পারে; সেটা সহজেই অনুমেয়। তবে টিমের তরফে এখনও কোনো আভাস পাওয়া যায়নি।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, ম্যাচের দিনদুয়েক আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাতারে দরজা বন্ধ করে অনুশীলন করেছে আর্জেন্টিনা।


মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। তবে ধারণা্ করা হচ্ছে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।


সৌদি আরবের বিপক্ষে শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। বদলি হিসেবে নামানো হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে।


এমনও শোনা যাচ্ছে, বেশি পরিবর্তনের পথে না হেঁটে পাপু গোমেজের জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে খেলানো হতে পারে। সৌদির বিপক্ষে সুযোগ পাননি তরুণ এ ফুটবলার।


সূত্রঃ অনলাইন