প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন রিজওয়ান

ক্রিকেট দুনিয়া September 29, 2022 551
প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন রিজওয়ান

কয়েকদিন আগেই জাতীয় দলের সতীর্থ ও অধিনায়ক বাবর আজমকে টপকে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি।


ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে রানবন্যা বইয়ে দিচ্ছেন রিজওয়ান। ৬৮, ৮৮*, ৮, ৮৮ এবং ৬৩, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম পাঁচ ম্যাচে রিজওয়ানের ইনিংস।


সব মিলিয়ে রিজওয়ানের এই সিরিজে এখন পর্যন্ত সংগ্রহ পাঁচ ম্যাচে ৩১৫ রান। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম ক্রিকেটার হিসেবে তিনশোর অধিক রান করলেন এই পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার।


এই রেকর্ড গড়তে অখ্যাত এক ব্যাটারকে টপকেছেন রিজওয়ান। এর আগে সার্বিয়ার লেসলি ডানবার বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন।


আইসিসির পূর্ণ সদ্যসের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের। পাঁচ ম্যাচে ২৫৫ রান করেছিলেন তিনি।


রিজওয়ানের হাতে এখন চলতি সিরিজে দুই ম্যাচ রয়েছে। ফলে রেকর্ডকে কত উচ্চতায় নিয়ে যেতে পারেন তিনি সেটা দেখা যাবে এই দুই ম্যাচেই।


সূত্রঃ স্পোর্টসমেইল২৪