সাকিবদের বিদায় করে সিপিএলের ফাইনালে জ্যামাইকা

ক্রিকেট দুনিয়া September 29, 2022 515
সাকিবদের বিদায় করে সিপিএলের ফাইনালে জ্যামাইকা

টানা দুই হারে ফাইনালে যাওয়া হলো না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। আগামী শনিবার (১লা অক্টোবর) বার্বাডোস রয়্যালসের বিপক্ষে সিপিএল ২০২২ এর ফাইনালে মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াস।


শেষ পাঁচ ওভারে জ্যামাইকা স্কোরবোর্ডে যোগ করে ১০৩ রান! টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম শতরানের পার্টনারশিপ গড়ে ইতিহাস গড়েছেন শামার ব্রুকস এবং ইমাদ ওয়াসিম; মাত্র ২৯ বলে ১০৩ রান! ম্যাচের পার্থক্য তৈরি হয়ে যায় এখানেই।


২২৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় গায়ানা। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ১৬ বলে ২২ রান। তিনে নামা শাই হোপ এদিন শুরু থেকেই মারমুখী। হোপ ঝড় স্থায়ী হওয়ার আগেই থামিয়ে দেন ক্রিস গ্রিন। প্যাভিলিয়নে যান ১৩ বলে ৩১ করে।


পঞ্চম ওভারের শেষ বলে গুরবাজ বিদায় নিলে উইকেটে আসেন সাকিব। বেশ দেখে-শুনে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ক্রিস গ্রিনের আর্ম বলে হারিয়েছেন স্টাম্প। ফেরার আগে ৬ বলে করেন পাঁচ রান।


অধিনায়ক শিমরন হেটমায়ের বিদায় নেন ১৫ বলে ১৫ করে। ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেও ম্যাচে প্রভাব ফেলতে পারেনি কেমো পল। শেষদিকে ওডিয়ান স্মিথ ১৪ বলে ২৪ করেন।


গুদাকেশ মতি ২২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৮ উইকেট খুইয়ে ১৮৯ রানের বেশি পায়নি গায়ানা। ৩৭ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করল জ্যামাইকা তালাওয়াস।


সূত্রঃ ক্রিকেট৯৭