আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া September 24, 2022 1,228
আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আরব আমিরাতের সাথে হঠাৎ করেই দ্বীপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


আন্তর্জাতিক সিরিজ হলেও বাংলাদেশ এই দুই ম্যাচে চালাবে নানা পরীক্ষা। বিশেষ করে টপ অর্ডারে সাব্বির-মেহেদির ওপেনিং জুটি সহ চার নম্বরে লিটন দাসকে খেলিয়ে হতে পারে নানা পরীক্ষা।


ওপেনিংয়ে সাব্বির রহমানের সাথে থাকার সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের তবে এই জায়গায় মিরাজের পরিবর্তে রানে ফেরাতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। তিন নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে আফিফ হোসেনকে।


চার নম্বরে লিটন এবং ৫ নম্বরে ব্যাটিং করবেন ইয়াসির আলী। অধিনায়ক নুরুল হাসান সোহান ৬ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং করবেন ৭ নম্বরে। সাকিব না থাকায় বা-হাতে স্পিনার হিসেবে একাদশে এক প্রকার নিশ্চিত নাসুম আহমেদের।


একাদশে দেখা যাবে ৩ ফাস্ট বোলার যার মধ্যে মুস্তাফিজুর রহমান থাকা এক প্রকার নিশ্চিত। বাকি মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ এর মধ্যে যেকোনো দুইজন থাকবেন সেরা একাদশে।


আগামী কালকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ / নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট