ফাইনালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

ফুটবল দুনিয়া September 19, 2022 1,569
ফাইনালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে উড়িয়ে ৩-১ গোলে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।


এমন জয়ে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন শ্রীমতি কৃষ্ণা রানী সরকার। অপর গোলটি করেছেন সুপার সাব শামসুন্নাহার জুনিয়র।


অবশ্য নারীদের সাফ ফুটবল মানেই ভারতের একচ্ছত্র আধিপত্য। আগের পাঁচ আসরে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় তারা। বাংলাদেশ ফাইনালে খেলে মোটে একবার। তাও ২০১৬ সালে।


বাংলাদেশের পক্ষে খেলার ১৪ মিনিটে গোল করেন শামসুন্নাহার ও ৪২ মিনিটে কৃঞ্চা রানী সরকার। ৭০ মিনিটে এসে একটি গোল করে নেপাল। তবে ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল কিরে কৃঞ্চা রানী।


উল্লেখ্য, ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এসে নেপাল পঞ্চমবারের মতো ফাইনালে হারলো।