এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার বাংলাদেশের মুকুল

ক্রিকেট দুনিয়া September 10, 2022 2,227
এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার বাংলাদেশের মুকুল

টুর্নামেন্টে সাকিবরা না থাকলেও আছেন দুই বাংলাদেশি আম্পায়ার—মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আম্পায়ারিং শুরু করা মুকুল-সোহেলরা ইতিমধ্যে দর্শক, সমর্থকদের প্রশংসায় ভাসছেন।


টুর্নামেন্টের শুরু থেকে ম্যাচ পরিচালনায় দারুণ দৃঢ়তার সঙ্গে বেশি নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার পুরস্কার পাচ্ছেন মুকুল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনাল মঞ্চে মাঠে আম্পায়ারিং করতে দেখা যাবে বাংলাদেশি এই আম্পায়ারকে। ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর সঙ্গে মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।


প্রথমবার এশিয়া কাপের মতো টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পান মুকুল-সোহেলরা। নিজেদের প্রথম টুর্নামেন্টটা স্মরণীয় করেই রাখলেন তাঁরা। আগামী রোববার ফাইনাল ম্যাচে ইতিহাসের অংশ হবেন মুকুল।


মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ছিলেন ১৮ ম্যাচের অনফিল্ড আম্পায়ার। এছাড়াও ১৭টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।



- স্পোর্টসজোন২৪