ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, তালিকা থেকেই বাদ ভারত

ফুটবল দুনিয়া August 26, 2022 1,411
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, তালিকা থেকেই বাদ ভারত

র‍্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ১৮৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ব্রাজিলের পর দুই ও তিন নম্বরে আছে বেলজিয়াম ও আর্জেন্টিনা। দেশ দু’টির রেটিং পয়েন্ট যথাক্রমে ১৮২১ ও ১৭৭০। সেরা দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে ১১ নম্বরে।


এদিকে সাম্প্রতিক সময়ে শীর্ষ দলগুলো আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলায় র‍্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। এশিয়ান দলগুলোর মধ্যে সবার শীর্ষে আছে ইরান। এক ধাপ উন্নতি করে ২২ নম্বরে উঠে এসেছে তারা। এশিয়ায় ইরানের পরই জাপানের অবস্থান। র‍্যাঙ্কিংয়ের ২৪তম স্থানে আছে তারা।


র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি বাংলাদেশের অবস্থানেও। ৮৮৩ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে ১৯২তম স্থানেই আছে লাল সবুজের দল। বাংলাদেশের পরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৭)।


এদিকে নিষেধাজ্ঞার কারণে র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ পড়েছে ভারত। দেশটির ফুটবল ফেডারেশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এ মাসেই তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় ফিফা।


সূত্রঃ অনলাইন