টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব, দলে ফিরলেন সাব্বির

ক্রিকেট দুনিয়া August 13, 2022 3,843

নানা নাটকীয়তার পর এশিয়া কাপে টাইগারদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব পালন করবেন তিনি।


এদিকে এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে সবচেয়ে বড় চমক সাব্বির রহমান৷

১৭ সদস্যের দলে দীর্ঘদিন পর টাইগারদের স্কোয়াডে ফিরেছেন তিনি ।

সাব্বির বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে।

প্রায় তিন বছর পর দলে ডাক পেলেন তিনি।


চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ।

এদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

এক ম্যাচ খেলা ইমনও আছেন স্কোয়াডে ও দীর্ঘদিন পর ফিরেছেন মেহেদী হাসান মিরাজও ।


সাব্বির-সাইফউদ্দিনের মতো ফেরার সম্ভাবনা ছিল সৌম্য সরকারের।

তাকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়েও অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল।

তবে এবার সুযোগ মেলেনি বাঁহাতি এই ব্যাটারের।


ইনজুরি থাকলেও দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।

মিনহাজুল আবেদীন জানিয়েছেন ২১ তারিখে সোহানের চূড়ান্ত রিপোর্ট আসবে।

এরপরই পজিটিভ কিছু হলে দলে থাকবেন তিনি।

তবে নেই ইনজুরিতে থাকা লিটন দাস , ইয়াসির আলী আর শরিফুল ইসলাম। ।


বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার আর নাজমুল হোসেন শান্ত।


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বল করে

স্কোয়াডে যায়গা পেয়েছেন হাসান মাহমুদ, ইবাদত হোসেন !!


এশিয়া কাপের বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন,

মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান,

মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ,

ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন , নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।