দল ঘোষণার জন্য বিসিবিকে তিন দিনের সময় দিল এসিসি

ক্রিকেট দুনিয়া August 6, 2022 889
দল ঘোষণার জন্য বিসিবিকে তিন দিনের সময় দিল এসিসি

এশিয়া কাপের দল ঘোষণার জন্য বাধ্য হয়েই আয়োজকদের কাছে বাড়তি তিন দিন সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশের আবেদন মঞ্জুর করেছে। আদতে ৮ আগস্ট দল ঘোষণার সবশেষ দিন হলেও বাংলাদেশ ১১ আগস্টের মধ্যে স্কোয়াড দিলেই চলবে।


বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে এ ব্যাপারে বলেন, ‘আমাদের মূল খেলোয়াড়দের অনেকেই চোটে পড়েছেন। যারা পুরনো চোটের কারণে দলের বাইরে আছেন তারা কতটা সেরে উঠেছেন, সেটিও নিশ্চিত হতে হবে।


মেডিকেল বিভাগের রিপোর্ট আসা জরুরি। একটু সময় লাগবে। আমরা বাড়তি সময় চেয়েছিলাম এবং সেটি পেয়েছি। ১১ তারিখের মধ্যে দল দিলেই হবে।’


জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজের মাঝপথে ছিটকে যান নুরুল হাসান সোহান। শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছিটকে গেছেন লিটন দাস। ৭ আগস্ট দেশে ফিরে স্ক্যান করাবেন এ ওপেনার।


মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও চোট পেয়েছেন শুক্রবারের ম্যাচে। অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এশিয়া কাপ দিয়ে জাতীয় দলের ফেরার আশায় আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ইয়াসির আলি রাব্বিও সে অপেক্ষায়।


তাদের চোটের অবস্থা মূল্যয়ন না হওয়া পর্যন্ত নির্বাচকদের জন্য দল গড়া অসম্ভবই বলা যায়। কেননা এশিয়া কাপের পরই বিশ্বকাপ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছেন দল চূড়ান্ত করতে তারা আরও সময় নেবেন।


আগামী ২৭ আগস্ট সংযু্ক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে এই সংস্করণে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪