দৈহিক গড়নের কারণেই টি-টোয়েন্টিতে পিছিয়ে বাংলাদেশ!

ক্রিকেট দুনিয়া June 30, 2022 1,129
দৈহিক গড়নের কারণেই টি-টোয়েন্টিতে পিছিয়ে বাংলাদেশ!

শারীরিক গড়নের কারণে টি-টোয়েন্টিতে বড় শট খেলায় টাইগাররা পিছিয়ে আছে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিডন্স বলেন, জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে।


যেমন- জস বাটলার ৬ ফুট ২ ইঞ্চি, বড় শরীর, গ্লেন ম্যাক্সওয়েল ৬ ফুট ২ ইঞ্চি, মার্কাস স্টয়নিসও তাই। বড়সড় দৈহিক গড়ন তাদের। আমাদের তাই অন্য উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না।


তিনি আরও বলেন, আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না। আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবে।


বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের তাই পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।


সূত্রঃ যুগান্তর অনলাইন