ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচের চূড়ান্ত ভেন্যু নির্ধারণ

ফুটবল দুনিয়া June 22, 2022 648
ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচের চূড়ান্ত ভেন্যু নির্ধারণ

অবশেষে ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচ আলোর মুখ দেখতে যাচ্ছে। ফিফার পক্ষ থেকে সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি।


যেহেতু ব্রাজিল স্বাগতিক ছিল তাদের মাঠে এমন শর্ত দেয় ফিফা। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সেই হবে খেলাটি। আগামী ২২ সেপ্টেম্বর মুখোমুখি হবে উভয় দল।


আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের আত্মপক্ষ সমর্থনের পর গত ৯ মে ফিফা জানিয়ে দেয় ম্যাচটি খেলতে হবে। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন প্রথমে তিনটি ভেন্যু নির্ধারণ করেছিল। প্রথমটা ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বা পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা।


এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের। কিন্তু শেষ পযর্ন্ত তা হয়ে ওঠেনি। ঘরের মাঠ অ্যারেনা করিন্থিয়ান্সেই হবে সেই ম্যাচটা।


সূত্রঃ ইত্তেফাক অনলাইন