স্ত্রীর স্ট্যাটাস নিয়ে যা বললেন মুশফিক

ক্রিকেট দুনিয়া May 19, 2022 1,263
স্ত্রীর স্ট্যাটাস নিয়ে যা বললেন মুশফিক

কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সিনিয়ররা হাসিমুখে বিদায় নিক এটাই তারা চান। সিনিয়ররা সিদ্ধান্ত না নিলে, বিসিবিই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। প্রসঙ্গটা এসেছে টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে আলোচনায়। কারণ এ ফরম্যাটে তাকে আর চায় না টিম ম্যানেজমেন্ট।


আজ বুধবার বিকেলে মুশফিকের সেঞ্চুরির পর তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতির মন্তব্যকে ইঙ্গিত করেই লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’


দিনশেষে সংবাদ সম্মেলনে এসে স্ত্রীর স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন মুশফিক। তিনি বলেন, ‘আমি এখনো দেখিনি সে (স্ত্রী) কী লিখেছে। দেখলে হয়তো বলতে পারবো। তবে এটা ঠিক যে, মাঝে মাঝে একটু হলেও খারাপ লাগে।’


বিসিবির আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই মুশফিক, এটা স্পষ্ট। তবে এখনই কোনো ফরম্যাট থেকে বিদায় নিবেন না এ অভিজ্ঞ ব্যাটসম্যান। আজ সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন তা।


ক্রিকেটের ক্ষুদে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মুশফিক বলেছেন, ‘না ভাই, আমার আপাতত এমন কোনো চিন্তা নেই। আমার ইচ্ছে বাংলাদেশের হয়ে যতগুলো ম্যাচ খেলার সুযোগ আসবে এবং তারা আমাকে যেভাবে চাইবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাবো আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা করে যাওয়ার।’


সূত্রঃ অনলাইন