আইপিএলে বিদ্যুতের অভাবে নেই ডিআরএস, সমালোচনার ঝড়

ক্রিকেট দুনিয়া May 13, 2022 2,536

গতকাল মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় আইপিএলের এবারের সবচেয়ে বাজে পারফরম্যান্স করা দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তবে মজার বিষয় বিদ্যুৎ এর অভাবে এই ম্যাচে নেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস।


আর তাতেই হয়ে গেল বিপত্তি। চেন্নাইয়ের ইনিংসের দ্বিতীয় বলেই ডেভন কনওয়ের এলবিডব্লিউর আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা।


গতকাল ৫ উইকেটে জয়লাভ করে চেন্নাই সুপার কিংসকেও ডোবাল মুম্বাই। গ্রুপপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই এবারের আসর থেকে বিদায় নিল মহেন্দ্র সিং ধোনির দল। গতকাল বৃহস্পতিবার ১২ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় চেন্নাই।


জবাবে মুকেশ চৌধুরী দারুণ বোলিং করলেও শেষ পর্যন্ত মুম্বাইয়ের জয় রুখতে পারেনি। তিলক বর্মার হার না মানা ইনিংসে ভর করে ৩১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় রোহিত শর্মার দল।


সূত্রঃ অনলাইন