একসাথে দুই সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া May 10, 2022 844
একসাথে দুই সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে নেই জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার।


বর্তমানে আইপিএলে ব্যস্ত হোল্ডার। লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। তবে আইপিএল খেললেও জাতীয় দলের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।


এ মাসেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজ শেষ হলেই পাকিস্তান সফর করবে ক্যারিবীয়রা। তবে এই দুটি গুরুত্বপূর্ণ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হোল্ডারকে।


পুরানের নেতৃত্বাধীন ঘোষিত ১৫ সদস্যের দলে নেই হেটমায়ারও। সিরিজ চলাকালীন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তাঁকে দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকরা। ফিটনেসের কারণে বাদ পড়েছেন ওপেনার এভিন লুইস। যদিও তিনি আইপিএলে অংশগ্রহণ করছেন।


এক লুইস বাদ পড়লেও দলে নেওয়া হয়েছে আরেক লুইসকে। আসন্ন দুই সিরিজের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শার্মন লুইস ও জেডন সিলস। প্রথমবারের মতো ক্যারিবীয়ান দ্বীপদেশ সেন্ট মার্টনের থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন কেসি কার্টি।


আগামী ৩১ মে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি। ২ ও ৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ করেই পাকিস্তানে উড়াল দিবে ক্যারিবীয়রা।


৮ তারিখ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি হবে ১০ ও ১২ জুন। পাকিস্তান সফরে সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।


নেদারল্যান্ডস ও পাকিস্তান সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল –


নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ, এনক্রুমা বনার, শামারা ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, শার্মন লুইস, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।


সূত্রঃ বিডিক্রিকটাইম