যখনই কোন খেলা আসে, তখনই সাকিবের সমস্যা থাকে : পাপন

ক্রিকেট দুনিয়া May 9, 2022 1,095
যখনই কোন খেলা আসে, তখনই সাকিবের সমস্যা থাকে : পাপন

বাংলাদেশের সিরিজ চলাকালীন সময়ে তার ছুটি চাওয়া প্রাইমারি স্কুলের ছাত্রদের মত অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের তাকে নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছে বিসিবি।


অনেক নাটকের পর গত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে রাজি হলেও পারিবারিক সমস্যার কারণে খেলতে পারেননি। তাইতো সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কঠোর হতে যাচ্ছে বিসিবি। তারা টেস্ট খেলবেন নাকি অবসর নেবেন, সেই সিদ্ধান্ত নিতে বলেছেন। সেটা না নিলে বিসিবির পক্ষ থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুমকিও দেন পাপন।


এরপর তিনি আলাদা করে বলেন সাকিবের কথা, “অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-২০ খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তাভাবনা জানা যাবে, ও কি চিন্তাভাবনা করছে, আমরা জানতে পারব। আর আছে সাকিব, সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মেলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন।”


পাপন আরো বলেন, “সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়।


“কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই আসলে ওরটা বলা একটু কঠিন। তবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে। প্রথম নিতে পারলে ভালো, প্লেয়াররা নিতে পারলেই ভালো।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট