আইসিসির ওয়ানডে সুপার লিগে সেরা দশে ৪ বাংলাদেশী

ক্রিকেট দুনিয়া May 7, 2022 840
আইসিসির ওয়ানডে সুপার লিগে সেরা দশে ৪ বাংলাদেশী

বাংলাদেশ ওয়ানডে দল এই মুহূর্তে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৮ ম্যাচে ১২ জয় নিয়ে ১২০ পয়েন্ট টাইগারদের। ২য় অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশের চার জন।


এখন অব্দি ১২ ম্যাচ খেলে ২৮ উইকেট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ওভারপ্রতি ৫.১৪ করে রান দেওয়া জাম্পার বোলিং গড় ২০.৪৬। ইনিংসে ৫ উইকেট নেই, চার উইকেট পেয়েছেন ৩ বার।


জাম্পার সমান ২৮ উইকেট পেতে আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়াং খেলেছেন ১৭ ম্যাচ। ২৪.৮৯ গড়ে ২৮ উইকেট নেওয়া ইয়াং ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৪৪ করে। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার।


ক্রেইগ ইয়াংয়ের সতীর্থ অ্যান্ডি ম্যাকব্রাইন ১৮ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। বোলিং গড় ২২.৭৬, ওভারপ্রতি খরচ করেছেন ৪.২৫ রান। ইনিংসে ৪ উইকেট ২ বার, ৫ উইকেট ১ বার।


চার নম্বরে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৫ ম্যাচে ২১.৭৬ গড়ে ২৫ উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৯১। ইনিংসে ৪ ও ৫ উইকেট আছে ১ বার করে।


সেরা পাঁচে থাকা আয়ারল্যান্ডের জশ লিটলের উইকেট ২৫। ১৫ ম্যাচে ২৪.২০ গড়ে ২৫ উইকেট নেওয়া লিটল ওভারপ্রতি রান দিয়েছেন ৫ করে। ইনিংসে ৪ উইকেট পেয়েছেন ১ বার।


সেরা দশে আছেন বাংলাদেশের আরও ৩ বোলার। ১৭ ম্যাচে ২৩.২৫ গড়ে ২৪ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ আছেন ৬ নম্বরে। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের আছে সমান ২২ টি করে উইকেট। দুজনেই খেলেছেন ১৬ টি করে ম্যাচ। মুস্তাফিজের বোলিং গড় ২৬.৬৩, তাসকিনের ২৯.৫০।


সূত্রঃ ক্রিকেট৯৭