আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একধাপ এগোলে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া May 4, 2022 628
আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একধাপ এগোলে বাংলাদেশ

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার বার্ষিক হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯ম স্থান থেকে টাইগাররা উঠে এসেছে ৮ম স্থানে। বুধবার (৪ মে) আইসিসি বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করে। এতে শীর্ষে অবস্থান করছে ভারত। শীর্ষ পাঁচে আরও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।


ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের রেটিং ২৫০, ওয়েস্ট ইন্ডিজের ২৪০। ২৩৩ রেটিং নিয়ে তাদের ঠিক পরই বাংলাদেশের অবস্থান। শীর্ষ দশে আরও আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।


বাংলাদেশ ছাড়াও বার্ষিক হালনাগাদে এগিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তিনটি দলই ১ ধাপ করে এগিয়েছে। তবে ২ ধাপ পিছিয়ে গেছে নিউজিল্যান্ড। এছাড়া ১ ধাপ পিছিয়েছে নিউজিল্যান্ড। - বিডিক্রিকটাইম