জানেন কি, তাসের চার সাহেবের মধ্যে অমিলটা কোথায়?

জানা অজানা May 2, 2016 1,545
জানেন কি, তাসের চার সাহেবের মধ্যে অমিলটা কোথায়?

আপনি কি তাস খেলতে খুব ভালোবাসেন? অনেকটা সময় বন্ধুদের সঙ্গে তাস খেলেই কাটিয়ে দেন? ছুটির দুপুর হলো, আর সঙ্গে সঙ্গে চার বন্ধু বসে গেলেন তাস খেলতে?


তাহলে এই প্রশ্নটা করলে অবশ্যই আপনার পারা উচিত। তা হলো- ইস্কাপন, হরতন, রইতন এবং চিড়তন, এই তো চার ধরনের তাস হয় ১৩টা করে।


তার সবকটি সাহেবকেও দেখেছেন। কিন্তু বলুন তো, ওই চার সাহেবের মধ্যে একটা ব্যাতিক্রমী বিষয় কী? খেয়াল করে দেখবেন সাধারণ তাসের কার্ডগুলোর মধ্যে একমাত্র হরতনের সাহেব বা হার্টসের সাহেবেরই কোনও গোঁফ থাকে না!


বাকি সব সাহেবেরই কিন্তু গোঁফ থাকে! দেখলেন তো, রোজ খেলেন, কিন্তু কখনও সেভাবে খেয়াল করে দেখেননি হয়তো!