উইকেট বুঝতে ভুল করেছি আমরাঃ গিবসন

ক্রিকেট দুনিয়া January 9, 2022 4,533
উইকেট বুঝতে ভুল করেছি আমরাঃ গিবসন

ক্রাইস্টচার্চের উইকেট সবুজ হবে তা জানাই ছিল। আর টস পেলে বাংলাদেশ যে ফিল্ডিং নেবে সেটা আগেভাগেই জানিয়ে দেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। যথারীতি তাই করেন মুমিনুল। কিন্তু বোলাররা সবুজ উইকেটের কোনো সুবিধাই নিতে পারেননি। টেস্টের প্রথম দিনে পেসারদের প্রত্যেকেই ছিলেন বেশ খরুচে। দিনের খেলা শেষে বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট তাদের প্রত্যাশানুযায়ী হয়নি। গিবসন বলেন, ‘আমার মনে হয়, সবুজ উইকেট দেখলে যেমনটি মনে হয়, বল ততটা (মুভ) করেনি আজ। যতটা প্রত্যাশা ছিল, ততটা করেছে বলে মনে হয় না।’

ইবাদত, তাসকিন, শরীফুল প্রত্যেকেই রান বিলিয়েছেন।

যার ওপর ভালো করার প্রত্যাশা বেশি ছিল, সেই ইবাদতই ছিলেন সবচেয়ে খরুচে বোলার। পিচের থেকে সহায়তা না পেলেও বোলিং আরো ভালো করা উচিৎ ছিল বলে মনে করেন গিবসন। তিনি বলেন, ‘এটিকে (পিচ) অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। যতটা ভালো বোলিং করা উচিত ছিল, ততটা ভালোও আমরা করতে পারিনি।’

টম ল্যাথাম-ডেভন কনওয়েদের একের পর এক শট খেলতে দেখে মনে হতেই পারে এই উইকেটে রান করা খুবই সহজ। কিন্তু পরিসংখ্যান ভিন্ন তথ্য দেয়। হ্যাগলি ওভালে গত ৫ বছরে প্রথম ইনিংসের গড় স্কোর ২৬৩। সেখানে প্রথম দিনেই কিউইদের সংগ্রহ ৩৪৯/১! গিবসন এর জন্য দলের বোলাদের দায় দেখছেন। পাশাপাশি প্রশংসা করেছেন প্রতিপক্ষের ব্যাটারদেরও। তিনি বলেন, ‘ওরা অবশ্যই খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে, গত সপ্তাহে আমরা গোছানো বোলিংয়ের যে নজির দেখিয়েছিলাম, এবার তা পারিনি। ল্যাথাম খুব ভালো খেলেছে। সকালে আমাদের অনেক ভালো বল সে ছেড়েছে এবং আমাদেরকে বাধ্য করেছে তার শরীরে বল করতে। যেটা বললাম, গত সপ্তাহে যে চাপ সৃষ্টি করতে পেরেছিলাম, এবার তা করার মতো যথেষ্ট ভালো বল আমরা করতে পারিনি। কনওয়ে অবিশ্বাস্য ফর্মে আছে, তাই না? সে (উইকেটে) গিয়ে সবকিছুই সহজ করে তুলেছে।’

গিবসন মনে করেন, হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর ঘটনা তাদের টেস্ট শ্রেষ্ঠত্বেরই পরিচায়ক। তিনি বলেন, ‘আজ আমরা আন্তর্জাতিক ক্রিকেটের ওঠা-নামা দেখতে পেলাম। গত সপ্তাহে আমরা অবশ্যই উঁচুতে ছিলাম। গত সপ্তাহের আবেগ ও শারীরিক সম্পৃক্ততার যে মাত্রা ছিল, সম্ভবত সেটির প্রভাব এখনও অনুভব করছি আমরা। নিউজিল্যান্ড গত সপ্তাহে নিশ্চয়ই চোট পেয়েছে এবং এখানে ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছে, কেন তারা বিশ্বের সেরা দলগুলির একটি। কেন তারা গদাটি (টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি) পেয়েছে। তারা আরো বেশি নিবেদন দেখিয়েছে, বল অনেক ভালোভাবে ছেড়েছে এবং দেখিয়েছে, কেন তারা এখন গদা ধরে রেখেছে।’