রিয়াল কে হারাতে পিএসজির জন্য জীবন দেবেন রামোস

ফুটবল দুনিয়া December 14, 2021 1,197
রিয়াল কে হারাতে পিএসজির জন্য জীবন দেবেন রামোস

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই ম্যাচ দিয়ে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে রামোস। তবে রিয়াল ছেড়ে পিএসজিতে আসা ওই স্প্যানিশ তারকার কাছে আবেগের কোনো জায়গা নেই। তিনি পুরোপুরি পেশাদার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়ালের বিপক্ষে পিএসজির হয়ে মরতেও রাজি তিনি।


সময় কী অদ্ভুত! সার্জিও রামোসের অধিনায়কত্বে হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাব ফুটবলের সবধরনের সাফল্যের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এখন সেই রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করার জন্য নিজের জীবনও দিয়ে দিতে প্রস্তুত স্প্যানিশ তারকা ডিফেন্ডার।


ড্রয়ের পর রামোস বলেন, ‘প্রথমে শুনেছিলাম আমাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হিসেবে আমি বেশ পছন্দ করি তাদের। কিন্তু পরে দেখা গেল তা বাতিল হয়ে গেছে। রিয়াল মাদ্রিদকে না পেলেই খুশি হতাম। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার ব্যাপারটা আনন্দ দিচ্ছে। কারণ, আমি করোনার কারণে ঠিকভাবে বিদায় নিতে পারিনি। ভাগ্য অনেক অনিশ্চিতভাবে কাজ করে। অন্য কোনো দলের বিপক্ষে পড়লে খুশি হতাম। কারণ, সবাই জানে আমি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসি।’


তবে নিজের সাবেক দলকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নন রামোস। তিনি বলেন, ‘আমি পিএসজিকে পরের রাউন্ডে নেওয়ার জন্য সবকিছু করব। তারা আমার ওপর ভরসা রেখেছে। আমি এখন তাদের জন্য মরতেও রাজি।’