মাত্র ১৬ গড় নিয়ে টেস্ট দলে ডাক পেলেন নাইম শেখ

ক্রিকেট দুনিয়া November 30, 2021 1,251
মাত্র ১৬ গড় নিয়ে টেস্ট দলে ডাক পেলেন নাইম শেখ

দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাদমস্তক টি-২০ খেলোয়াড়কে টেস্ট দলে ভিড়িয়েছে তারা।


৬টি ফার্স্টক্লাস ম্যাচ খেলেছেন, ১১ ইনিংসে ১৮৩ রান, গড় ১৬.৬৩। ফিফটি মাত্র একটি। সর্বশেষ বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে।


এরকম পরিসংখ্যানের কোন ক্রিকেটার টেস্ট দলে ডাক পেতে পারেন এটি স্বাভাবিকভাবে বিশ্বাস করা কষ্টকরই বটে। কিন্তু এরকম ক্রিকেটারকেই টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে বোর্ড। আর তিনি হলেন টাইগার টি-২০ ওপেনার নাঈম শেখ।


অস্বাভাবিকতার বহু চমক দেখিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় টেস্টের দলে সাকিব-তাসকিন ফেরার পাশাপাশি নাইম শেখকে ডেকে আরেকটি নিতান্ত ‘স্বাভাবিক’ ঘটনার জন্ম দিলেন নির্বাচকগণ।


দ্বিতীয় টেস্ট শুরু চার তারিখ থেকে। সেই ম্যাচকে সামনে রেখে বিশ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যার তালিকায় আছেন নাইম শেখ। - স্পোর্টসজোন২৪