লিটনের ক্যাচ মিস করা নিয়ে যা বললেন মুশফিক

ক্রিকেট দুনিয়া October 24, 2021 2,019
লিটনের ক্যাচ মিস করা নিয়ে যা বললেন মুশফিক

গুরুত্বপূর্ণ মুহূর্তে দুইটি ক্যাচ ছাড়ায় অনেকেই হারের দায় চাপাচ্ছেন লিটন দাসের কাঁধে। তবে মুশফিকুর রহিম লিটনকে দোষারোপ করতে নারাজ। একাই দুইটি ক্যাচ হাতছাড়া করে ম্যাচ কঠিন করে তোলেন লিটন।


মুশফিকের মতে, লিটন দলের অন্যতম সেরা ফিল্ডার। তিনি ক্যাচ হাতছাড়া করলেও দোষারোপের সুযোগ ছিল, কিন্তু লিটনের মত ফিল্ডারকে দোষ দেওয়ার সুযোগ নেই।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘দায় দেওয়ার কিছু নেই। যত রানই করুন না কেন, কিছু ছোটখাটো ভুল থাকেই। আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমার কাছে মনে হয়, দুইটা ক্যাচ খুব গুরুত্বপূর্ণ হত।’


ক্যাচ হাতছাড়ায় ম্যাচ ফসকেছে, এমনটি মেনে নিলেও লিটনকে আগলে রাখতে ভুলেননি মুশফিক। তিনি জানান, ‘লিটন খুবই ভালো ফিল্ডার। আমার কাছ থেকে এমন হলে এক কথা ছিল। আমি ওরকম মানের ফিল্ডার না। যেহেতু ও আমাদের অন্যতম সেরা ফিল্ডার… ঐসময় গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। দুইজন বাঁহাতি খুব ভালো ব্যাট করছিল। ব্রেক থ্রু খুব দরকার ছিল।’


বাংলাদেশ প্রথমে ব্যাট করে জড়ো করেছিল ১৭১ রান। তারপরও জয় না পাওয়ার পেছনে শারজার উইকেটের বৈচিত্র্যকেই দায়ী করছেন মুশফিক।


তার ভাষায়, ‘আজকের উইকেটে ব্যাটিং করে আমি টের পেয়েছি- শারজায় গত ম্যাচগুলোতে যেমন ১৪০-১৫০ উইনিং স্কোর ছিল, আজ এমন ছিল না। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল আর এক পাশের বাউন্ডারি ছোট ছিল।’


সূত্রঃ বিডিক্রিকটাইম